প্রশ্ন করুন - উত্তর নিন

1 Ans বিভিন্ন প্রকার মেঘের বর্ণনা

Asked by আল মামুন (New member) Tuesday, 12 Oct 2021, 06:41 PM at (শিক্ষা টিউটোরিয়াল)

Please log in to answer, like and save
0
Save 0

<<< Previous
Log in to Answer Next >>>

Answer(s):

অবস্থান অনুযায়ী মেঘ কয় প্রকার ও কি কি

অবস্থান অনুযায়ী মেঘ তিন প্রকার:
🔸 উচু মেঘ।
🔸 মাঝারি মেঘ।
🔸 নীচু মেঘ।

💠 উচু মেঘ 💠

ভূপৃষ্ঠের উপর থেকে 6057 মিটার থেকে 12350 মিটারের মধ্যে অবস্থিত মেঘকে উঁচু মেঘ বলে। বিভিন্ন প্রকার উঁচু মেঘগুলি হলো:

  • সিরাস
  • সিরো স্ট্যাটাস
  • সিরো কিউমুলাস



☁️ সিরাস মেঘের আকৃতি ও বৈশিষ্ট্য


  • এটি সর্বোচ্চ স্তরের মেঘ।
  • ঘোড়ার লেজ বা ঝাঁটা বা চামচের মতো দেখতে।
  • দিনের আলোয় সাদা পালকের মতো দেখতে কিন্তু সূর্যাস্তের আলোয় বর্ণচ্ছটা দেখা যায়।
  • আকাশে সিরাস মেঘ থাকলে আবহাওয়া পরিষ্কার থাকে। বৃষ্টিপাত হয় না।



☁️ সিরো স্ট্রাটাস মেঘের আকৃতি ও বৈশিষ্ট্য


  • পাতলা ফিনফিনে সাদা পর্দা বা চাদরের মতো দেখতে1।
  • আকাশে রামধনু দেখা যায়।
  • এই মেঘের মধ্যে দিয়ে সূর্য ও চাঁদ কে উজ্জল মন্ডল এর মত দেখায়।
  • এই মেঘ ঝড়ের সংকেত বহন করে।
  • আকাশে সিরো স্ট্রাটাস মেঘ থাকলে আকাশ পরিষ্কার থাকে কিন্তু কখনো কখনো বৃষ্টি হয়।



☁️ সিরো কিউমুলাস মেঘের আকৃতি ও বৈশিষ্ট্য


  • এই মেঘ গোলাকার স্তুপের মত ছোট ছোট ঢেউয়ের মতো আকাশে ভেসে বেড়ায়।
  • অতি সূক্ষ্ম তুষারকণা দিয়ে এই মেঘ গঠিত।
  • আকাশে মেঘ থাকলে ম্যাকারেল মাছের আঁশের মতো দেখতে হয়। এরূপ আকাশকে ম্যাকারেল আকাশ বলে।
  • আকাশে সিরোকিউমুলাস মেঘ থাকলে আবহাওয়া খুব মনোরম হয়।


💠 মাঝারি মেঘ 💠

ভূপৃষ্ঠের উপর থেকে 2135 মিটার থেকে 6097 মিটার এর মধ্যবর্তী মেঘকে মাঝারি মেঘ বলে। দুই প্রকারের মাঝারি মেঘ দেখা যায় যথাক্রমে:

  • অল্টো কিউমুলাস
  • অল্টো স্ট্রাটাস


☁️ অল্টো কিউমুলাস মেঘের আকৃতি ও বৈশিষ্ট্য

  • এই মেঘ গোলাকার পশম গুচ্ছের মতো আকৃতিবিশিষ্ট।
  • এই মেঘের রং ধূসর।
  • এই মেঘের মাঝে মাঝে নীল আকাশ দেখা যায়।
  • এই মেঘের স্তুপ গুলি আকারে বড় এবং ঢিবির মতো দেখতে ।
  • আকাশে অল্টো কিউমুলাস মেঘ থাকলে আবহাওয়া পরিষ্কার থাকে।



☁️ অল্টোস্ট্রাটাস মেঘের আকৃতি ও বৈশিষ্ট্য

  • এই মেঘের রং ধূসর বা নীল।
  • চাদরের মতো এই মেঘ সমগ্র আকাশ জুড়ে ভেসে থাকে।
  • এই মেঘের মধ্যদিয়ে সূর্য রষ্ণী ক্ষীণভাবে আসে এবং সূর্যকে আবছা এবং অনুজ্জ্বল দেখায়।
  • এই মেঘ আকাশে থাকলে বৃষ্টিপাত হয় এবং অনেকক্ষণ ধরে চলে।



💠 নিচু মেঘ 💠

ভূপৃষ্ঠ থেকে 2135 মিটার উচ্চতার মধ্যে যে মেঘ থাকে তাকে নীচু মেঘ বলে। সাধারণত পাঁচ ধরনের নীচু মেঘ দেখা যায় যথাক্রমে:

  • স্ট্রাটোকিউমুলাস
  • স্ট্যাটাস
  • নিম্বাস বা বাদল মেঘ
  • নিম্বোস্ট্যাটাস
  • কিউমুলাস


☁️ স্ট্রাটোকিউমুলাস মেঘের আকৃতি ও বৈশিষ্ট্য


  • এই মেঘের রং ধূসর থেকে কালো পর্যন্ত হয়।
  • নাতিশীতোষ্ণ অঞ্চলের শীতকালে এই মেঘ অনেক সময় সারা আকাশ ঢেকে ফেলে।
  • মধ্য আকাশের অল্টকিউমুলাস মেঘ আরো ভারী ঘন হয়ে নিচে নেমে এসে এই মেঘের সৃষ্টি হয়।
  • আকাশে মেঘ থাকলে নাতিশীতোষ্ণ অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়।



☁️ স্ট্যাটাস মেঘের আকৃতি ও বৈশিষ্ট্য


  • এই মেঘ সাদা ও দুসর বর্ণের হয়।
  • কুয়াশার চাদরের মতো এই মেঘলা আকাশ ঢেকে রাখে।
  • এই মেঘের মধ্যে দিয়ে পাহাড়ে ওঠা বিমান চালানো অসুবিধাজনক।
  • আকাশে মেঘ জমলে গুড়িগুড়ি বৃষ্টি হয়।



☁️ নিম্বাস বা বাদল মেঘ এর আকৃতি ও বৈশিষ্ট্য


  • এই মেঘ এর রং গারো ধূসর বা কালো।
  • ভূপৃষ্ঠের খুব কাছেই এই মেঘে আকাশ ঢেকে থাকে।
  • আকাশে মেঘ জমলে প্রচুর বৃষ্টিপাত হয়।



☁️ নিম্বোস্ট্যাটাস মেঘের আকৃতি ও বৈশিষ্ট্য


  • বর্ষাকালে এই নীল আকাশের এক দিকে জুড়ে সমুদ্রের ঢেউয়ের মতো স্তরে স্তরে সজ্জিত অবস্থায় থাকে।
  • রংদারি ধূসর বা কালো।
  • এই মেঘ এত ঘন যে সূর্যকে দেখা যায় না।
  • এই মেঘে বিদ্যুৎ চমকায় না বজ্রপাত হয় না।
  • আকাশে মেঘ জমলে প্রচুর বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি হয়।



☁️ কিউমুলাস মেঘের আকৃতি ও বৈশিষ্ট্য


  • এই মেঘ দেখতে গম্বুজের মত।
  • এই মেঘের উপরের অংশটা ফুলকপির মতো আকৃতির হয়।
  • এই মেঘের উপর দিয়ে উজ্জ্বল সূর্যালোক দেখা যায়।
  • এই মেঘ বিচ্ছিন্নভাবে আকাশে অবস্থান করে।
  • আকাশে মেঘ জমলে পরিষ্কার আবহাওয়া থাকে।



এছাড়াও আরও এক প্রকারের মেঘ দেখা যায় যা যেকোনো উচ্চতায় থাকতে পারে। প্রধানত ভূপৃষ্ঠ থেকে ন হাজার মিটার উচ্চতার মধ্যেই এই মেঘের অবস্থান। এই মেয়েকে বলা হয় কিউমুলোনিম্বাস মেঘ।

☁️ কিউমুলোনিম্বাস মেঘ এর আকৃতি ও বৈশিষ্ট্য


  • এই মেঘের অবস্থান ভূপৃষ্ঠ 9000 মিটার পর্যন্ত হয়।
  • এই মেঘের উচ্চতা বিশাল পর্বতের মত।
  • এই মেঘের তলদেশ কালো হয়।
  • কালবৈশাখীর সময় এই মেঘ উত্তর পশ্চিম আকাশে দেখা যায়।
  • প্রচন্ড ব্রজর বিদ্যুৎ দেখা যায় বলে এই মেঘের আরেক নাম বজ্রমেঘ।
  • আকাশে মেঘ জমলে বজ্রবিদ্যুৎ সহ প্রবল পরিচলন বৃষ্টি হয়। মাঝে মাঝে শিলাবৃষ্টিও হয়।
Answered by আল মামুন (New answerer) Tuesday, 12 Oct 2021, 06:41 PM

Please log in to Upvote, Downvote and Report
           

Related Q/A:

0 Ans বিসিএস ভাইভার জন্য যেসব কাগজপত্র দরকার

1 Ans বিভিন্ন প্রকার মেঘের বর্ণনা

1 Ans থিসিস লেখার জন্য আপনাকে যা যা বুঝতে হবে, শিখতে হবে, সফটওয়্যার ব্যবহার করতে হবে দেখুন

1 Ans বাংলা বন্ড - ফোকাস রচনা


আল মামুন (active on Tuesday, 12 Apr 2022, 03:51 AM) ( New Contributor )
আলি (active on Wednesday, 19 Apr 2023, 11:07 PM) ( New Contributor )
moosiakdefrogosa (active on Monday, 29 Nov 2021, 06:58 PM) (2 Bronzes)
AlfredMic (active on Sunday, 24 Oct 2021, 09:51 PM) ( New Contributor )
LorenMic (active on Monday, 08 Nov 2021, 12:07 PM) ( New Contributor )
এডমিন (active on Wednesday, 20 Nov 2019, 09:01 PM) ( New Contributor )
আল মামুন (active on Wednesday, 20 Nov 2019, 12:20 AM) ( New Contributor )
Md. Kaisar Hasan mithun (active on Monday, 02 Dec 2024, 01:59 PM) ( New Contributor )
unressy (active on Sunday, 19 May 2024, 12:54 AM) ( New Contributor )
Snohabs (active on Thursday, 16 May 2024, 11:33 AM) ( New Contributor )
RewSweelm (active on Thursday, 16 May 2024, 04:57 AM) ( New Contributor )
Snohabs (active on Monday, 29 Apr 2024, 04:44 AM) ( New Contributor )
Debjyoti Barua (active on Wednesday, 27 Mar 2024, 04:51 PM) ( New Contributor )
RewSweelm (active on Sunday, 28 Apr 2024, 05:12 PM) ( New Contributor )
Avace (active on Thursday, 07 Mar 2024, 04:00 PM) ( New Contributor )
AMONI (active on Wednesday, 06 Mar 2024, 02:48 PM) ( New Contributor )
foedugh (active on Tuesday, 27 Feb 2024, 05:47 AM) ( New Contributor )
tilinatry (active on Friday, 01 Mar 2024, 06:36 PM) ( New Contributor )
Mymnsmomo (active on Sunday, 25 Feb 2024, 08:18 AM) ( New Contributor )
KvIkxVe (active on Sunday, 25 Feb 2024, 03:22 PM) ( New Contributor )
সকল সদস্যদের দেখুন