প্রশ্ন করুন - উত্তর নিন

3 Ans অডিটর প্রশ্নের পুরো সমাধান দেখে নিন

Asked by আল মামুন (New member) Saturday, 28 Nov 2020, 11:29 AM at (চাকরি সরকারি-চাকরি)

Please log in to answer, like and save
0
Save 0

<<< Previous
Log in to Answer Next >>>

Answer(s):

I've been searching for a quick keto meal plan for a month, so I don't have to count calories by myself and don't have to come up with a nice recipe out of a huge number of products. This one is easy and simple - a one-month ready-made plan! Excellent menu, everyone will love it. And most importantly - you can download it for free right now: http://ketomybrain.com/

Answered by AlfredMic (New answerer) Sunday, 24 Oct 2021, 09:51 PM

Please log in to Upvote, Downvote and Report

I've been searching for a quick keto meal plan for a month, so I don't have to count calories by myself and don't have to come up with a nice recipe out of a huge number of products. This one is easy and simple - a one-month ready-made plan! Great menu, everyone will love it. And most importantly - you can download it for free right now: http://ketomybrain.com/

Answered by LorenMic (New answerer) Friday, 22 Oct 2021, 05:11 AM

Please log in to Upvote, Downvote and Report

 পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান


পদের নামঃ অডিটর


বাংলা অংশ সমাধানঃ


১. বাগধারা ব্যবহার করে বাক্য রচনা করুন।


ক) কাষ্ঠ হাসি- উত্তরঃ (কপট হাসি)-ভদ্রতার খাতিরে কেবল সুমনকাষ্ঠ হাসি হাসল।


খ)  বিদুরের খুদ- উত্তরঃ (শ্রদ্ধার/গরীবের সামান্য উপহার) -দুর্যোধনের দেওয়া রাজকীয় ভোগ প্রত্যাখ্যান করে শ্রীকৃষ্ণ বিদুরের দেওয়া সামান্য তণ্ডুলকণা গ্রহণ করেছিলেন।


গ)  শিরে সংক্রান্তি- উত্তরঃ (আসন্ন বিপদ) -বােঝাই যাচ্ছে, সুমনের এখন শিরে সংক্রান্তি, না হলে এত হতাশ হবে কেন?


ঘ)  লম্বা দেওয়া- উত্তরঃ (চম্পট দেওয়া বা পালিয়ে যাওয়া) -পকেটমার আমার ফোন নিয়ে লম্বা দিয়েছে।


ঙ)  ডামাডোল- উত্তরঃ (তুমুল হৈ-চৈ বা হট্টগোল) -তিনজন মেয়ে একসাথে হওয়া মানে ডামাডোল শুরু হয়ে যাবে।


২. শুদ্ধ করে লিখুন।


ক) অনাবশ্যকীয় ব্যাপারে কৌতুহল ভাল নয়। শুদ্ধ উত্তরঃ অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভাল নয়।


খ)  কবির শোক সভায় বিশিষ্ট বুদ্ধিজীবিরা শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেছে। শুদ্ধ উত্তরঃ কবির শোক সভায় বিশিষ্ট বুদ্ধিজীবীরাগণ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন।    


গ)  তারা যাইতে যাইতে এ দৃশ্য দেখিয়া মুগ্ধ ও বিস্মৃত হল। শুদ্ধ উত্তরঃ তারা যেতে যেতে এ দৃশ্য দেখে মুগ্ধ ও বিস্মিত হল।


ঘ) সাধারণ জন গড্ডালিকা প্রবাহে ভেসে চলে। শুদ্ধ উত্তরঃ সাধারণ জন গড্ডলিকা প্রবাহে ভেসে চলে।


ঙ)  সব ধনাঢ্য ব্যক্তিবর্গের আতিথ্য সৎকার করা উচিত। শুদ্ধ উত্তরঃ সব ধনাঢ্য ব্যক্তির অতিথি সৎকার করা উচিত।


৩. যেকোনো পাঁচটি পরিভাষা দিয়ে বাক্য রচনা করুন।


ক) Charter- উত্তরঃ সনদ ( ছয়দফা বাঙ্গালি জাতির মুক্তির সনদ)


খ) Ombudsman- উত্তরঃ ন্যায়পাল (ন্যায়পাল প্রথা বর্তমানে বাংলাদেশে চালু নেই)  


গ) SubJudice- উত্তরঃ বিচারাধীন ( বিচারাধীন বিষয় নিয়ে কথা না বলাই ভাল)


ঘ) Referendum- উত্তরঃ গণভোট (বাংলাদেশে এ পর্যন্ত ৩ বার গণভোট হয়েছিল)


ঙ) Embargo- উত্তরঃ অবরোধ (সরকারি অনুদান না পেয়ে করমচারিরা রাস্তা অবরোধ করে রেখেছে)


৪. রচনা লিখুন: ডেল্টা প্লান (Delta Plan)    


ডেল্টা প্ল্যান (বদ্বীপ পরিকল্পনা) হল দীর্ঘমেয়াদি, একক এবং সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা। দীর্ঘমেয়াদি বলতে বোঝায় পরিকল্পনার লক্ষ্য ২১০০ সাল পর্যন্ত। সমন্বিত পানি ব্যবস্থাপনা বলতে বোঝায় পানি সম্পর্কিত সকল খাতকে একটি পরিকল্পনায় নিয়ে আসা। ডেল্টা প্ল্যান-২১০০ নেদারল্যান্ডসের সহযোগিতায় বাস্তবায়িত হবে। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে পানিসম্পদ ব্যবস্থাপনা, খাদ্য ও পানির নিরাপত্তা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তৈরি হওয়া শত বছরের ব-দ্বীপ পরিকল্পনা বা ডেল্টা প্লান। ডেল্টা পরিকল্পনা, কৌশল সমূহের টেকসই উন্নয়নের মাধ্যমে ডেল্টা ভিশনে পৌঁছাতে সাহায্য করে। জলবায়ু পরিবর্তন এ সময়ে খুবই আলোচিত বিষয়, যার প্রভাবের ফলাফল আমরা এখন তিক্ততা নিয়ে প্রতিনিয়ত ভোগ করছি। আর এই কারণেই বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা (A Bangladesh Delta Plan)।  


জলবায়ু পরিবর্তনের প্রভাব মাথায় রেখে বাংলাদেশ সরকারের নেওয়া প্রকল্পটি হলো ‘ Towards a Bangladesh Delta Plan’। এই প্রকল্পের ফলাফল রচিত হবে ৫০ থেকে ১০০ বছরের একটি সমন্বিত এবং টেকসই পরিকল্পনার কাজের উপর ভিত্তি করে। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য, আমাদের নিরাপদ জীবন-জীবিকা নিশ্চিত করা এবং দেশের অর্থনীতির চাকাকে সচল রাখা।


 


অনেকেই ধারণা করেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে জলবায়ুর পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের সমুদ্রের উপকূলবর্তী অঞ্চল বিলীন হয়ে যেতে পারে। এর কারণ সমুদ্রের পানির উচ্চতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তবে এ পরিকল্পনার মাধ্যমে এটিকে কিভাবে রোধ করে সমুদ্রাঞ্চল উন্নয়নের অবকাঠামো গড়ে তোলা যায়, সে বিষয়টি নিয়ে ভাবতে হবে। এ ছাড়া জাতিসংঘ প্রণীত টেকসই উন্নয়নের ১৭টি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ডেল্টা প্ল্যানের বিভিন্ন পরিকল্পনাকে সমন্বিত করার মাধ্যমে বাস্তবায়নের প্রয়োজন রয়েছে।


 


ইংরেজি অংশ সমাধানঃ


৫. Write an essay on “ National Integrity Strategy” (জাতীয় শুদ্ধাচার কৌশল )


National Integrity Strategy (NIS) is a comprehensive set of goals, strategies and action plans aimed at increasing the level of independence to perform, accountability, efficiency, transparency and effectiveness of state and non-state institutions in a sustained manner over a period of time.  In Bangladesh National Integrity Strategy of Bangladesh is an important issue in our development. The 'National Integrity Strategy' (NIS) is expected to be a policy document to prevent corruption. The overall purpose of a National Integrity Strategy is to provide a system of governance that creates trust among citizens.  The NIS recognizes that the state's legal institutions require watchdogs within the general population to keep it accountable. For this reason the strategy targets a broad audience, and takes in to account political, social and cultural factors. The stakeholder groups involved not only include government and administrative institutions but also other components of society including family, civil society and community organizations. The NIS is an instrument to enhance integrity and eliminate corruption within institutions. Improved honesty and morality in people, policies and procedures are seen as a vehicle to address and rectify the crisis of integrity that the institutions are presently in. Upon its implementation, the NIS will establish that only people with integrity will become people's representatives, and they will exercise their collective will to instill integrity back into society.  


The Government of Bangladesh believes that the issue of integrity should not stop at the top level of institutions. Rather, each institution is expected to find mechanisms to implement institution-specific strategies at different tiers.


 


৬. Make sentence to show the difference in meaning between the following pairs of words:


a) Aught- (শূন্য)-  Unfaith in aught is want of faith in all.


   Ought- (উচিৎ) - You ought to listen carefully


b) Composure-  (আত্মস্থতা বা ধৈর্য) - You have to have composure in calamity.


  Composition- (গঠন) - We cannot determine the chemical composition of soil.


c) Deceitful- (প্রতারণামূলক) -The lying city council was deceitful when telling the story.  


   Deceptive- (বিভ্রান্তিকর) - He was good at deceptive conversation.


d) Egoist- (দাম্ভিক)- I do not like egoist. 


    Egotist- (আত্মাভিমানী ব্যক্তি)- You need to be an egotist to succeed in politics.


e) Hoard- (উদ্যান বা ভাণ্ডার)- A large hoard of coins was found here in 1971.


   Horde- (সৈন্যদল)- A horde of tourists entered the museum.


৭. Fill in the blanks:


a) I want to reckon……...him. উত্তরঃ with


b) He is estranged…..his wife. উত্তরঃ from


c) The novelist is observant…….public feeling. উত্তরঃ of


d) The heap of garbage is a menace…….. Public health. উত্তরঃ of


e) My house is infested ………..rats. উত্তরঃ with


৮. Translate into English.


আমাদের স্মৃতি-বিস্মৃতির অন্তরে লুকিয়ে আছে বৈচিত্রময় সাংস্কৃতিক অঙ্গনের জাগরণ । সামাজিক বিধি-নিষেধ আর ঘোরাটোপের  রহস্য ছিন্ন করে প্রতিনিয়ত হয়ে বেরিয়ে আসে সাংস্কৃতিক জগতের নব নব রুপ। ঠিক তেমনি এ দেশের সংস্কৃতিও ধারণ করেছে বিভিন্ন গোষ্ঠী এবং ভাষাভাষী মানুষের বিচিত্রময় রুপ। এই বৈচিত্র্যময় সংস্কৃতিতে নিজ নিজ মনন ও প্রতিভা দিয়ে বিভিন্ন সময়ে গুণীজনরা সমৃদ্ধ করেছেন। তাদেরই একজন ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।


উত্তরঃ  The perception of variegated cultural area is hidden behind our memories. The new forges of culture are coming out by dissecting the social rules and prejudices. In that way, the culture of this country is bearing the diversified qualities of several race and different language spoken people. The intellectuals enriched this diversified culture by their thought and excellence. Rabindranath Thakur is one of them.  


গণিত অংশ সমাধানঃ  


৯. একটি কাজ ক ২০ দিনে, খ ৩০ দিনে এবং গ ৬০ দিনে করতে পারে। প্রথম দিন হতে প্রতি তৃতীয় দিনে খ এবং প্রতি  চতুর্থ দিনে গ, ক কে সাহায্য করলে ঐ কাজটি কত দিনে সম্পন্ন হবে ?


উত্তরঃ ১৫.৫ দিনে  


১০. একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা পানি প্রবেশ করতে পারে।  প্রথম নলটি ৯ ঘণ্টায় এবং দ্বিতীয় নলটি ১২ ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করতে পারে। উভয় নল দ্বারা কয়েক ঘণ্টা পানি প্রবেশ করার পর প্রথম নলটি বন্ধ করে দেয়া হয়। দ্বিতীয় নলটি পরবর্তী দুই ঘণ্টায় চৌবাচ্চাটি পূর্ণ করে। চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হয়েছিল?


উত্তরঃ  ৪৪/৭ ঘণ্টা


১১. সমাধান করুন: x-a/b+ x-b/a+x-3a-3b/a+b=0


উত্তরঃ  a +b


সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ


১২. পূর্ণ্রুপ লিখুন।


a) IOSCO- উত্তরঃ International Organization of Securities Commissions


b) SPARRSO-উত্তরঃ Bangladeshi Space Research and Remote Sensing Organization


c) DSHE- উত্তরঃ Directorate of Secondary and Higher Education


d) ECNEC- উত্তরঃ Executive Committee of the National Economic Council


e) NIPORT- উত্তরঃ National Institute of Population Research and Training


১৩. সংক্ষিপ্ত উত্তর দিন।


ক) বাংলাদেশের তৈরি জাহাজ স্টেলা মেরিস কোন দেশে রপ্তানি হয়েছিল? উত্তরঃ ডেনমার্কে (২০০৮ সালে)


খ) বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম? উত্তরঃ পাঙন


গ) ঢাকা স্টক এক্সচেঞ্জ কত সালে নিবন্ধিত হয়? উত্তরঃ ১৯৯৪ সালে ( ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় ১৯৫৪ সালে)


ঘ) পদ্মা সেতুর কোন কোন পিলারের উপর প্রথম স্প্যানটি বসানো হয়েছে? উত্তরঃ ৩৭ ও ৩৮ নং (৩০ সেপ্টেম্বর ২০১৭ সালে)


ঙ) বাংলাদেশের কোথায় কমনওয়েলথ সমাধি রয়েছে? উত্তরঃ বাংলাদেশে দুটি কমনওয়েলথ রণ সমাধিক্ষেত্র আছে একটি চট্টগ্রামে অন্যটি কুমিল্লায়।  


 


১৪. বাংলাদেশের অগ্রগতির প্রেক্ষাপট ব্লু ইকোনমি সম্পর্কে আপনার মতামত লিখুন।


ব্লু-ইকোনমি বা নীল অর্থনীতি হচ্ছে সমুদ্র সম্পদ নির্ভর অর্থনীতি। সমুদ্রে অবস্থিত বিশাল জলরাশি এবং এর তলদেশের বিশাল সম্পদকে কাজে লাগিয়ে এদেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার নতুন দিগন্ত উন্মোচন হয়েছে ব্লু-ইকোনমির মাধ্যমে। ১৯৯৪ সালে অধ্যাপক গুন্টার পাউলি ভবিষ্যতের অর্থনীতির রূপরেখা প্রণয়নের জন্য একটি টেকসই এবং পরিবেশবান্ধব মডেল হিসেবে ব্লু-ইকোনমির ধারণা দেন। পৃথিবীর তিন ভাগ জল। পৃথিবীর দেশগুলো তাদের বর্তমান ও ভবিষ্যত চাহিদা মেটাতে তাকিয়ে আছে সমুদ্রবক্ষে সঞ্চিত সম্পদের দিকে। ২০৫০ সালে পৃথিবীর জনসংখ্যা হবে প্রায় ৯০০ কোটি। এই বিপুল জনগোষ্ঠীর খাবার যোগান দিতে তখন সমুদ্রের মুখাপেক্ষী হতে হবে।


বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে সমুদ্র নির্ভর ব্লু-ইকোনোমির বদৌলতে। সম্প্রতি সমুদ্র বিজয়ের পর খুলে গেছে নীল বিপ্লবের অপার দুয়ার।


বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বাসসকে বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও ভিশন-২০৪১ অর্জনে ব্লু-ইকনমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে সমুদ্র সম্পদের অবদান মাত্র ৯ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার অথবা ৬ শতাংশ।


 


বাংলাদেশের ব্লু ইকোনমি সম্ভাবনা নিম্নে বর্ণিত হলোঃ


'ব্লু ইকোনমি' সময়ের আলোচিত বিষয়। ২০৪১ এর উন্নত বাংলাদেশ গঠনে সমুদ্রে পাওয়া ১,১৮,৮১৩ বর্গ কি. মি. এর যথাযথ ব্যবহারে সামুদ্রিক অর্থনীতি হয়ে উঠতে পারে ট্রামকার্ড।


 


(১) কিছুদিন আগে গৃহীত হয়েছে বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ বা ডেল্টা প্ল্যান-২১০০। এ মহাপরিকল্পনায় সমুদ্র অর্থনীতিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পরিকল্পনায় নীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে ৫ ধরনের কৌশল অবলম্বন করা হয়েছে যার মধ্যে অন্যতম হলো সামুদ্রিক সম্পদের বহুমাত্রিক জরিপ দ্রুত সম্পন্ন করা। এর মাধ্যমে সরকার সমুদ্র অর্থনীতিকে কাজে লাগানোর জন্য প্রথম এবং প্রধান কাজটিই হাতে নিয়েছে।


(২) সমুদ্র বিজয়ের ফলে বাংলাদেশ যে অঞ্চলের মালিকানা পেয়েছে, সেখানে অন্তত চারটি ক্ষেত্রে কার্যক্রম চালানো হলে ২০৩০ সাল নাগাদ প্রতিবছর প্রায় আড়াই লাখ কোটি মার্কিন ডলার উপার্জন করা সম্ভব। ক্ষেত্র চারটি হলো তেল-গ্যাস উত্তোলন, মৎস্য সম্পদ আহরণ, বন্দরের সুবিধা সম্প্রসারণ ও পর্যটন।


 


(৩) সুস্থির সামুদ্রিক কার্যক্রমের নিমিত্তে বিশ্ব ব্যাংক কর্তৃক ব্লু প্রোগ্রামের ( PROBLUE) জন্য ১০০ মিলিয়ন ডলারের ফান্ড গঠন করা হয়েছে। যার সাইনিং সম্পাদিত হয়েছে নভেম্বর ২০১৮ তে। বাংলাদেশে সামুদ্রিক খাতেও ওয়ার্ল্ড ব্যাংকের বিনিয়োগ সম্ভাবনা রয়েছে।


 


(৪) বঙ্গোপসাগর তীরে বাংলাদেশ, ভারত, মিয়ানমার ও থাই উপকূলে ১৪৫ কোটি মানুষের বাস। বাংলাদেশের অবস্থান কেন্দ্রে। ফলে এখানকার বিপুল অর্থনৈতিক সম্ভাবনার সুফল বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার ভালো সুযোগ রয়েছে।


 


(৫) বর্তমানে বাংলাদেশের ট্রলারগুলো উপকূল থেকে ৩৫-৪০ নটিক্যাল মাইলের মধ্যে মাছ আহরণ করে। কিন্তু আমাদের অর্থনৈতিক অঞ্চল ২০০ নটিক্যাল মাইল। আরও বিস্তৃত পরিসরে কাজ করে সমুদ্র অর্থনীতিতে দেশের অর্থনীতি সুদৃঢ় করার বিশেষ সুযোগ রয়েছে।


 


(৬) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ( FAO) মতে, ২০২২ সালের মধ্যে বিশ্বের যে চারটি দেশ মাছ চাষে বিপুল সাফল্য অর্জন করবে, তার মধ্যে প্রথম হচ্ছে বাংলাদেশ। এরপর থাইল্যান্ড, ভারত ও চীন। নতুন জলসীমার অধিকার পাওয়ায় ব্লু ইকোনমি প্রসারে বাংলাদেশের এ সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তাই সমুদ্র খাতের এ সুযোগ লুপে নেয়াই এখন কাজ।


 


(৭) ভারত মহাসাগরীয় অঞ্চলের ২১টি সদস্য দেশের সংগঠন 'ইন্ডিয়ান ওসেন রিম অ্যাসোসিয়েশন-IORA' এর সদস্য বাংলাদেশ। ব্লু ইকোনমি নিয়ে এ জোটের বিভিন্ন দেশ কাজ করছে।


 


(৮) ঢাকা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির (DCCI) হিসাব মতে, বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের ৭০ শতাংশ আসে সমুদ্রে মাছ আহরণ, সামুদ্রিক খাদ্য ও বাণিজ্যিক সমুদ্র পরিবহন হতে। প্রায় ৩ কোটি লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এসব কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। এর মধ্যে কেবল সামুদ্রিক মাছ আহরণে নিয়োজিত আছে ৫০ লাখ মানুষ। এ খাতে আধুনিকায়ন হলে এ সংখ্যা বাড়া কেবল সময়ের ব্যাপার।


(সূত্রঃজনকণ্ঠ, ২৭ জুলাই ২০১৭)


 


(৯) সিমেন্ট শিল্পের কাঁচামাল ‘ক্লে’র সন্ধান পাওয়া গেছে বঙ্গোপসাগরের প্রায় ৩০ থেকে ৮০ মিটার গভীরে । অগভীর সমুদ্রের ক্লে উত্তোলন করা যায় গেলে বাংলাদেশের সিমেন্ট শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আসবে। এছাড়াও সমুদ্র তলদেশে মহামূল্যবান ইউরেনিয়াম ও থোরিয়ামের অস্তিত্ব পাওয়া গেছে। বিশ্বে এ ধাতু দুটির চাহিদা কিরূপ তা সহজে অনুমেয়।


 


(১০) সমুদ্র নির্ভর অর্থনীতি থেকে যদি ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করা যায়, তাহলে ভিশন ২০৪১ পূর্ণ করা সহজ হবে। ফলে আমরা এই সময়ের মধ্যে উন্নত দেশের কাতারে পৌঁছে যাব।

Answered by আল মামুন (New answerer) Saturday, 28 Nov 2020, 11:30 AM

Please log in to Upvote, Downvote and Report
           

Related Q/A:

1 Ans বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক এর বর্তমান হিসাব সংখ্যা পূর্ণ কাহিনী সহ পড়ে নিন এখানে

1 Ans দুর্নীতি দমন কমিশনের জব সার্কুলার ২০১৯ - অ্যাপ্লাই করুন

3 Ans অডিটর প্রশ্নের পুরো সমাধান দেখে নিন


আল মামুন (active on Tuesday, 12 Apr 2022, 03:51 AM) ( New Contributor )
আলি (active on Wednesday, 19 Apr 2023, 11:07 PM) ( New Contributor )
moosiakdefrogosa (active on Monday, 29 Nov 2021, 06:58 PM) (2 Bronzes)
AlfredMic (active on Sunday, 24 Oct 2021, 09:51 PM) ( New Contributor )
LorenMic (active on Monday, 08 Nov 2021, 12:07 PM) ( New Contributor )
এডমিন (active on Wednesday, 20 Nov 2019, 09:01 PM) ( New Contributor )
আল মামুন (active on Wednesday, 20 Nov 2019, 12:20 AM) ( New Contributor )
Md. Kaisar Hasan mithun (active on Monday, 02 Dec 2024, 01:59 PM) ( New Contributor )
unressy (active on Sunday, 19 May 2024, 12:54 AM) ( New Contributor )
Snohabs (active on Thursday, 16 May 2024, 11:33 AM) ( New Contributor )
RewSweelm (active on Thursday, 16 May 2024, 04:57 AM) ( New Contributor )
Snohabs (active on Monday, 29 Apr 2024, 04:44 AM) ( New Contributor )
Debjyoti Barua (active on Wednesday, 27 Mar 2024, 04:51 PM) ( New Contributor )
RewSweelm (active on Sunday, 28 Apr 2024, 05:12 PM) ( New Contributor )
Avace (active on Thursday, 07 Mar 2024, 04:00 PM) ( New Contributor )
AMONI (active on Wednesday, 06 Mar 2024, 02:48 PM) ( New Contributor )
foedugh (active on Tuesday, 27 Feb 2024, 05:47 AM) ( New Contributor )
tilinatry (active on Friday, 01 Mar 2024, 06:36 PM) ( New Contributor )
Mymnsmomo (active on Sunday, 25 Feb 2024, 08:18 AM) ( New Contributor )
KvIkxVe (active on Sunday, 25 Feb 2024, 03:22 PM) ( New Contributor )
সকল সদস্যদের দেখুন