প্রশ্ন করুন - উত্তর নিন

1 Ans পড়া মনে রাখার উপায়

Asked by আল মামুন (New member) Monday, 28 Dec 2020, 01:26 PM at (পরামর্শ দৈনন্দিন-জীবন)

Please log in to answer, like and save
0
Save 0

<<< Previous
Log in to Answer Next >>>

Answer(s):

 "মেধায় গরীব হলে 😭 (আমার মত 😭😭) পড়া মনে রাখার উপায়"


লিখাঃ আল মামুন (সিএসই-২০১৫, হাবিপ্রবি)



🌈 ম্যাপিং মেথডঃ 


১. মস্তিষ্ক একটা লাইন হুবহু মনে রাখার থেকে লাইনের ওয়ার্ডগুলো হুবহু মনে রাখতে কম প্রেসার ফিল করে। এখন আমি যদি ওয়ার্ডগুলি কোনভাবে ব্রেইনে স্টোর করে নিতে পারি, তাহলে দুএকটা ওয়ার্ড মনে হারালেও বেশিরভাগই মনে থাকবে। ফলে এলোমেলো হলেও সেই পড়ায় কি কি ওয়ার্ড আছে অন্তত তা বলা যাবে। 


২. ওয়ার্ডগুলি ধারাবাহিক করার জন্য ওয়ার্ডের মিনিংগুলি জানতে হবে (কিভাবে? ইনডেক্সিং মেথডে বলা আছে) আর পড়ার পেজটাকে ছবি আকারে ভাবতে হবে। ধরুন, একজন ব্যক্তির সাথে দেখা হয়ে চেনা চেনা লাগলো। আমি যদি কোনভাবে অনুমান করতে পারি, কোন জায়গায় তার সাথে দেখা হয়েছিল, তবেই ব্রেইন ১০০% নিশ্চিত হয়ে যাবে, হ্যাঁ,  আসলেই দেখা হয়েছিল। এমনকি তখন তার সাথে কথা হয়ে থাকলে কি কি কথা বলেছিলাম তাও মনে চলে আসবে। 


এখন আমার ব্রেইনে একটা পেজের কিছু ওয়ার্ড স্টোর আছে। আমি জাস্ট ছবি আকারে মনে রাখব,  সেই ওয়ার্ডটা পেজের কোন অবস্থানে আছে, উপরে না নিচে, ডানে না বায়ে না মাঝে, এমনকি বইয়ের ডান পেজে না বাম পেজে ইত্যাদি। 


আমরা একটা মানুষের ফেস দেখেই তাকে আইডেনটিফাই করতে পারি কারণ তার ফেসের কোথায় কি আছে, কিভাবে কি সজ্জিত আছে, ঠোঁট কেমন, চোখ কেমন ইত্যাদি ছবি আকারে ব্রেইনে অটো সেভ হয়ে যায়। ব্রেইনে অটো সিগনাল দেয়া আছে যে, তাকে ছবির মতই মনে রাখতে হবে আর এমনভাবে মনে রাখতে হবে যেন পরে আবার চিনতে পারে।


৩. কিছু ওয়ার্ড মনে আছে, কিছু অবস্থান মনে আছে কিন্তু সবগুলি মনে নেই এমন অবস্থা হলে নিজের আইকিউ থেকেই যা মনে আছে ঔটুকু দিয়ে বাক্য বানিয়ে ফুলফিল করে নেয়া যায়। 


এই মেথডে বড় বড় প্যাসেজ প্রায় হুবহু মনে রাখা যাবে। এই মেথডের অসুবিধা হলো বই চেঞ্জ করা যাবে না। এমনকি বইয়ের এডিশনও না। 🙂





🌈 ইনডেক্সিং মেথডঃ


এই মেথডে ইকুইভ্যালেন্ট আকারে অনেক পড়া মনে থাকবে। 


১. শব্দার্থ টাইপের সকল পড়া এই ইনডেক্সিং মেথডে পড়া ভালো। এই জিনিস ইকুয়াল এই জিনিস এভাবে। এখানে বারবার পড়ার বিকল্প তেমন নেই, তবে এখানেও ম্যাপিং মেথড এপ্লাই করলে একটু কম পড়লেও ভালো মনে থাকবে। 


২. এই মেথডে ব্রেইন ছোট ছোট ডেটা আজীবন মনে রাখতে পারে। আমি আমার নাম কি কখনো ভুলে যাব? যাব না। কারন, আমি = মামুন এটা ব্রেইন ইনডেক্স করে রেখে দিয়েছে। 


এই মেথডে বই চেঞ্জ করা যাবে। 🙂





🌈 ফ্রেমিং মেথডঃ 


১. ধরুণ, আমি ইতিহাস পড়তেছি। কোন ঘটনার পরে কোন ঘটনা আসতেছে তা হুবহু বইয়ের মত মনে রাখতে হবে না, কিন্তু নিজের ভাষায় সঠিকভাবে মনে রাখতে হবে, তাহলে আমাকে এই মেথড এপ্লাই করতে হবে। এখানে, প্রথমে ইনডেক্সিং মেথডে একটা সালের সাথে সেই সালের রিলেটেড সব গুরুত্বপূর্ণ ঘটনা ইনডেক্স করে নিয়ে ম্যাপিং মেথড এপ্লাই করে একটা ঘটনা থেকে আরেক ঘটনার দূরত্ব কতটুকু তা টাইমফ্রেম হিসেবে মনে রাখতে হবে। তবে কেউ চাইলে ম্যাপিং মেথড এড নাও করতে করতে পারেন।


২. সকল পড়াকে ছোট ছোট গ্রুপ আকারে ব্রেইনে সাজিয়ে নিয়ে সেখানে রিলেটেড টাইমফ্রেম এড করে নিতে হবে। এভাবে সকল সাল ও তারিখ হুবহু মনে থাকবে।


এই মেথডে পূর্বের ম্যাপিং মেথড এড করলে বই চেঞ্জ না করাই ভালো,  আর এখানে ম্যাপিং মেথড এড না করলে বই চেঞ্জ করা যাবে। 🙂


কষ্ট করে সময় ব্যয় করে লিখেছি। নিজস্ব এক্সপেরিমেন্ট এর ভিত্তিতে। কেউ অপছন্দ করলে জাস্ট ইগনোর করবেন। 

 


Answered by আল মামুন (New answerer) Monday, 28 Dec 2020, 01:27 PM

Please log in to Upvote, Downvote and Report
           

Related Q/A:

1 Ans রিটেনে ভালো করার নিঞ্জা টেকনিক - ৬ দফা

1 Ans এক টুকরো ভালোবাসা

1 Ans বছরের শেষ মোটিভেশন ২০২০

1 Ans ভালোবাসা ভালোলাগা এক নয়

1 Ans হাইপোথিসিস ১

1 Ans এক্সাম সাইকোলজি

1 Ans পড়া মনে রাখার উপায়

1 Ans ৫২ টি তাস এর পরিচিতি ও তাস এর ছবি

1 Ans বিসিএস সঙ্গীত (উৎসর্গঃ ফরহাদ ভাই)

2 Ans বিয়ের জন্য পাত্রী চাই


আল মামুন (active on Tuesday, 12 Apr 2022, 03:51 AM) ( New Contributor )
আলি (active on Wednesday, 19 Apr 2023, 11:07 PM) ( New Contributor )
moosiakdefrogosa (active on Monday, 29 Nov 2021, 06:58 PM) (2 Bronzes)
AlfredMic (active on Sunday, 24 Oct 2021, 09:51 PM) ( New Contributor )
LorenMic (active on Monday, 08 Nov 2021, 12:07 PM) ( New Contributor )
এডমিন (active on Wednesday, 20 Nov 2019, 09:01 PM) ( New Contributor )
আল মামুন (active on Wednesday, 20 Nov 2019, 12:20 AM) ( New Contributor )
Md. Kaisar Hasan mithun (active on Monday, 02 Dec 2024, 01:59 PM) ( New Contributor )
unressy (active on Sunday, 19 May 2024, 12:54 AM) ( New Contributor )
Snohabs (active on Thursday, 16 May 2024, 11:33 AM) ( New Contributor )
RewSweelm (active on Thursday, 16 May 2024, 04:57 AM) ( New Contributor )
Snohabs (active on Monday, 29 Apr 2024, 04:44 AM) ( New Contributor )
Debjyoti Barua (active on Wednesday, 27 Mar 2024, 04:51 PM) ( New Contributor )
RewSweelm (active on Sunday, 28 Apr 2024, 05:12 PM) ( New Contributor )
Avace (active on Thursday, 07 Mar 2024, 04:00 PM) ( New Contributor )
AMONI (active on Wednesday, 06 Mar 2024, 02:48 PM) ( New Contributor )
foedugh (active on Tuesday, 27 Feb 2024, 05:47 AM) ( New Contributor )
tilinatry (active on Friday, 01 Mar 2024, 06:36 PM) ( New Contributor )
Mymnsmomo (active on Sunday, 25 Feb 2024, 08:18 AM) ( New Contributor )
KvIkxVe (active on Sunday, 25 Feb 2024, 03:22 PM) ( New Contributor )
সকল সদস্যদের দেখুন